শিরোনাম
◈ ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ৯ বছর পর পাকিস্তান গেলেন ভারতের কোনো মন্ত্রী ◈ ওএসডি কর্মকর্তারা কী করেন? ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর সরকারকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা ◈ শেষ নির্বাচনের আগে শেখ হাসিনা হাতে ছিল মাত্র সাড়ে ২৮ হাজার টাকা, ১৫ বছরই আয় করেছেন সুদ থেকে  ◈ আবহাওয়া নিয়ে  দুঃসংবাদ:  লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস ◈ আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, থাপ্পড় দিয়ে দিয়ে পুলিশে দেব; আইনজীবীকে বিচারপতি! (ভিডিও) ◈ যে কারনে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাত ◈ সালমানকে প্রাণ বাঁচাতে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন বিজেপি এমপি ! ◈ ৪৩তম বিসিএস: ২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের ◈ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির ৩টি কমিটি 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের মাইন্ড ট্রেনার

সাবিত রায়হান যেভাবে বদলে দিলেন তাসকিন ও সাব্বিরকে 

সাবিত রায়হান ও তাসকিন

স্পোর্টস ডেস্ক: মানসিক চাপ সামলে যে সব ক্রিকেটার এগিয়ে যেতে পারে তারাই মূলত সফল খেলোয়াড়। গত বছরে পেসার তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোষ্ট করেন। সেখানে দেখা যায় জ্বলন্ত আগুনের ওপর দিয়ে কোনো সমস্যা ছাড়াই হেঁটে যাচ্ছেন তিনি। না, কোনো জাদু মন্ত্র নয় স্রেফ মনের জোরেই এমন কঠিন এক কাজ করে বসলেন টাইগার পেসার। মনকে নিয়ন্ত্রণ করছেন তিনি। মাঠে সেরাটা দেয়ার জন্য এই ট্রেনিং করেছেন বলে জানান তাসকিন। চ্যানেল২৪

এবার মানসিক চাপ সামলাতে জোর দিয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। যুব দলের মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের ট্রেনিংয়ে রীতিমতো বদলে গেছেন তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান। প্রায় হারিয়ে গিয়ে দুর্দান্তভাবে ফিরে আসা তাসকিন আহমেদ অনেক দিন ধরেই এই মাইন্ড ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এই বিশেষজ্ঞের মতে, শরীর আর মন একই সঙ্গে কাজ করে। এই দুটোর সমন্বয় হলেই মানুষ নিজের মধ্য থেকে সেরা কাজটা বের করে আনতে পারে।

সাবিত রায়হান জানান, একদিন একজন পেশাদার মানুষ সফল হবেন আরেকদিন তিনি বাজে পারফর্ম করবেন। এটা দিয়ে আমার কাজের পুরোপুরি মূল্যায়ন পাওয়া যায় না। এটা শুধু খেলার মাঠে প্রভাব ফেলে তা নয়, এটা একটা মানুষকে ভাবতে সহায়তা করে। অনেক সময়ই দেখা যায় আমরা স্থির থাকতে পারি না কোনো একটা বিষয়ে চিন্তা করতে গিয়ে। এই চিন্তার অস্থিরতা দক্ষতা আর কার্যকারিতার মধ্যে একটা দূরত্ব তৈরি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়