স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ৫০ ওভারের এশিয়া কাপের ভেন্যু। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানেই বসবে এই আসর। ভারত এখনো পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। যে কারণে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো হবে অন্য দেশে।
গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মারা। এশিয়া কাপ হবে অন্য দেশে। এর পরেই পাকিস্তান বোর্ডের পক্ষ থেকেও বার বার আক্রমণ করা হয়। ভারত না আসলে সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তানও। শেষ পর্যন্ত দুই দেশের বাকবিতণ্ডার সমাপ্তি ঘটলো।
ভারতের ম্যাচগুলি যদিও পাকিস্তানে হবে না। তারা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমন কী ইংল্যান্ডেও ভারতের ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত বনাম পাকিস্তানসহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এবারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ হবে। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ