শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:২৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা তাইপেকে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়

কাবাডি

নিজস্ব প্রতিবেদক: পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার তিন হাজার দর্শকের ফেবারিটদের মতো খেলেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা বাংলাদেশ। তিনটি লোনাসহ ফাইনালে চীনা তাইপেকে বাংলাদেশ হারিয়েছে ৪২-২৮ পয়েন্টে। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়।

টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে ৭ ম্যাচে অপরাজিত থেকে। ফাইনালে শুরুর দিকে অবশ্য চীনা তাইপে সমানে সমান লড়েছে বাংলাদেশের সঙ্গে। ম্যাচের একটা পর্যায়ে চীনা তাইপের পয়েন্ট ছিল ৯, বাংলাদেশের ৮। তবে সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা যেন আরো উজ্জীবিত হয়ে খেলেছে। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা। বাংলাদেশ দল ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

ম্যাচের বিরতিতে হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ পুলিশ দলের সদস্যরা নাচের সঙ্গে তুলে ধরেন চীনা তাইপের সংস্কৃতি। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে গান-ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে।

খেলা শেষে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কাবাডি কোর্টের চারপাশ প্রদক্ষিণ করেন খেলোয়াড়েরা। একপর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতকে কাঁধে তুলে নেন তাঁরা। গ্যালারিতে বসে ফাইনাল দেখেছেন আর্জেন্টিনা কাবাডি দলের খেলোয়াড়েরা। লিওনেল মেসির দেশের খেলোয়াড়েরা ম্যাচ শেষে তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে দুই দলকেই। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়