শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে বিধ্বস্ত করে ১০ উইকেটের জয় পেলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে ছিলো ভারত। রোববার সিরিজ রক্ষা করতে বিশাখাপত্তমে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটে নেমে অজি পেসার মিচেল স্টার্কের বোলিং তোপে পড়ে ঘরের মাঠে সর্বনিম্ন ১১৭ রানে অলআউট হয় রোহিত-কোহলিরা। এত ১০ উইকেটের সহজ পায় অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-১ সমান অবস্থানে দুই দল।

১১৮ রানের জবাবে ব্যাটে নেমে মারকুটে ব্যাটিং করে দুই অজি ওপেনার ট্রাভিচ হেড ও মিচেল মার্শ। মার্শের ৩৬ বলে ৬৬ রান ও ট্রাভিচ হেডের ৩০ বলে ৫১ রানের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটে বড় জয় পায় অস্ট্রেলিয়া। পাঁচ উইকেট শিকার করে ম্যাচ হন সেরা মিচেন স্টার্ক।

টসে হেরে ব্যাট করতে নেমে অজি পেসার মিচের স্টার্কের গতিতে রোহিত শর্মারা দিশেহারা হয়ে পড়েছেন। ৩ রানেই স্মিথের অসাধারণ ক্যাচে শিকার হন গিল। এরপর সূর্যকুমারকে সঙ্গে নিয়ে অধিনায়ক রোহিত জুটি গড়ার চেষ্টা চালান। তবে দলীয় ৩২ রান তুলতেই দুজনকেই পরপর দু’বলে ফেরান স্টার্ক। এরপর দেখেশুনে আগাতে থাকেন বিরাট কোহলি। কিন্তু অন্যপ্রান্তে পরপর ক্রিজে আসেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। এতে মাত্র ৫৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছিলেন রবীন্দ্র জাদেজা। 

রাহুলের সঙ্গে জুটি বেধে জয়ের বন্দরে নেওয়া জাদেজা করেছিলেন ৪৫ রান। তাকে সঙ্গে নিয়েই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন কোহলি। ৩১ রানে (৩৪ বল) ব্যাট করা অবস্থায় তাকে এলবিলব্লিউ’র ফাঁদে ফেলেন ইলিস। এরপর সবাই আসা যাওয়ার মধ্যে থাকলেও অক্ষর প্যাটেলের অপরজিত ২৯ রানে ভারতের স্কোর বোর্ডে যোগ হয় ১১৭ রান। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়