স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩৮ রানের বড় স্কোর গড়েছে বাংলাদেশ। জিততে হলে সফরকারীদেরকে করতে হবে ৩৩৯ রান।
সিলেটে স্টেডিয়ামে অনুষ্ঠিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নামা বাংলাদেশি ব্যাটারদের দুজনের সামনেই সুযোগ ছিলো সেঞ্চুরি করার। তবে নব্বই এর ঘরে দুজনেই সাজঘরে ফেরেন।
প্রথমে সাকিব ফেরেন ৮৯ বলে ৯৩ রান করে। এরপর অভিীষক্ত তৌহিদ হৃদয় ৮৫ বলে ৯২ রান করে আউট হন। এছাড়া ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মুশফিক।
বাকিদের মধ্যে লিটন ২৬, শান্ত ২৫, ইয়াসির ১৭, তাসকিন ও নাসুম ১১ করে রান করেন। ১০ জন ব্যাটারের মধ্যে ৮ জনই দুই অঙ্কের কোটা পেরোন। ৮ উইকেটে ৩৩৮ রানের বড় সংগ্রহ বাংলাদেশের।
আয়ারল্যান্ড দলের হয়ে বোলিংয়ে গ্রাহাম হিউম ৪ উইকেট নেন। এছাড়া মার্ক অ্যাডার, অ্যান্ডি ম্যাক ব্রেইন এবং ক্যাম্ফার একটি করে উইকেট নেন।