স্পোর্টস ডেস্ক: দুর্বল প্রতিপক্ষ তুলুজের বিরুদ্ধে খুব একটা সহজে জিততে পারেনি মেসি-নেইমারের পিএসজি। অনেক চড়াই উতরাই পেরিয়ে তাদের জয়ের মুখ দেখতে হয়েছে। লিগ ওয়ানের ম্যাচে তুলুজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পিএসজি। গোল পেয়েছেন আশরাফ হাকিমি ও লিওনেল মেসি। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে এ ম্যাচে পায়নি পিএসজি। - গোল ডটকম
ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল খেয়ে বসে স্বাগতিকরা। মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে গোল হজম করেন মেসিরা। ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এ ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুলুজের ওপর চাপ বাড়ায় পিএসজি। হাকিমির পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। যোগ করা সময়ে দু’দলের সামনে গোলের সুযোগ আসলেও কাজে লাগাতে না পারায় ২-১ এ ম্যাচ জেতে পিএসজি। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ
আপনার মতামত লিখুন :