শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে বরিশালের বিপক্ষে ফিল্ডিংয়ে খুলনা

ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক: সিলেট পর্বের খেলা শেষে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি এখন ঢাকাতে। শুক্রবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৩৩তম ম্যাচের আগে টস জিতেছেন খুলনার অধিনায়ক শাই হোপ। তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে হারলেই বাদ যাবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়। আর টিভি।

এবারের আসরের পয়েন্ট টেবিলে এখন দুইয়ে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ পরাজয়ে ১২ পয়েন্টে পরের রাউন্ড নিশ্চিত কওরে ফেলেছে তারা। তবে প্লে-অফে সেরা দুইয়ে থাকার জন্য এই ম্যাচেও জিততে চায় তারা।

অন্যদিকে সমান ম্যাচে মাত্র দুটিতে জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে খুলনা। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে তারা। আর জিতলে অন্য দলের ওপর চেয়ে থাকতে হবে।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয় (উইকেটকিপার), এবাদত হোসেন, সালমান হোসেন, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

খুলনা টাইগার্স একাদশ: তামিম ইকবাল, শাই হোপ (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, অ্যান্ড্রু বালবির্নি, মার্ক দেওয়াল, হাসান মুরাদ, পল ভ্যান মিকেরেন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও শফিকুল ইসলাম। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়