স্পোর্টস ডেস্ক: একের পর এক ম্যাচ হোঁচট খাওয়া রিয়াল মাদ্রিদ আবার ছন্দে ফিরলো। ভালেন্সিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমে প্রথমার্ধে ফায়দা লুটতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় করিম বেনজেমারা। তিন মিনিটের দুই গোলে নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। শেষ দিকে এক জন কম নিয়ে খেলা ভালেন্সিয়া আর পেরে ওঠেনি।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। মার্কো আসেনসিও দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।
আগের দিন রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে ৮ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান আবারও ৫ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এইচএ