শিরোনাম
◈ রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত, মসজিদে মুসল্লিদের ভিড় ◈ চলতি বছরে গ্যাসের উৎপাদন বেড়েছে: পেট্রোবাংলা ◈ বিএনপিকে আলোচনায় বসতে এবার সরাসরি চিঠি দিলেন সিইসি   ◈ রমজানে মানতে হবে ট্রাফিক বিভাগের ১৫ নির্দেশনা ◈ ৩ বছর পর সচিবালয়ে প্রধানমন্ত্রী  ◈ রমজানে বেশি দাম নিলে দোকান বন্ধের হুঁশিয়ারি মেয়র আতিকের ◈ রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের তাগাদা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের   ◈ আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে অবসরে পাঠানোর সুপারিশ সিপিডির ◈ মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:১৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড দরে চেলসিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজ

রিয়াদ হাসান: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নসারথী এনজো ফার্নান্দেজের নামটা বিশ্বকাপের শুরুতে হয়তো অনেকেই জানতো না। পুরো বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। এবার ২২ বছর বয়সী এই তরুণকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইংলিশ লিগের ক্লাবম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তবে ম্যনইউ একটা সময় যেয়ে থেমে গেলেও, থামেনি চেলসি।

গত বছরের মে মাসে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ায় বেনফিকা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তরুণ এই মিডফিল্ডার জেতেন প্রতিযোগিতার সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। কম দামের বিশ্বকাপজয়ী তারকাকে পেতে লড়াইয়ে নামে ইংল্যান্ডের বেশ কয়েকটি শক্তিশালী ক্লাব। সুযোগ বুঝে ইচ্ছামতো তার দাম বাড়িয়ে দেয় বেনফিকা।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি। আকাশছোয়া দামে তাকে ডেরায় টেনে রেকর্ড গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলটি। এজন্য ১২০ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে তাদের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) তার সদ্য সাবেক পর্তুগিজ ক্লাব বেনফিকা এই ঘোষণা দিয়েছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আরো জানা যায়, এর আগে ইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে তাকে কেনে ম্যানচেস্টার সিটি। সেসময় রেকর্ড ট্রান্সফার ফি তে অ্যাস্টন ভিলা থেকে ম্যানসিটিতে যোগ দেন তিনি।

ইএসপিএনের জানিয়েছে, শুধু আকাশচুম্বী দরে নয়, দীর্ঘমেয়াদে ফার্নান্দেজকে নিজেদের ডেরায় টেনেছে চেলসি। সবকিছু ঠিক থাকলে ২০৩১ সাল পর্যন্ত ব্লুজদের সঙ্গে থাকবেন ফার্নান্দেজ।

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়