স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। জয়ের রাতে জোড়া গোল পেয়েছেন ক্যাসেমিরো এবং সন হিউং মিন।
ম্যানইউ-রিডিংয়ের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৪ গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ওল্ড ট্রাফোর্ডে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৪ মিনিটের ব্যবধানে নিজের এবং ম্যাচের দ্বিতীয় গোল করেন এ তারকা ফুটবলার। ৬৬ মিনিটে গোল ব্যবধান বাড়ান আরেক ব্রাজিলিয়ান ফ্রেড। - যমুনাটিভি
৭২ মিনিটের মাথায় রিডিংয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যামাডো সালিফ।অপর ম্যাচে প্রেস্টনের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন। ৮৭ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন আরনট দানজুমা। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এনএইচ
আপনার মতামত লিখুন :