স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি ব্যাটার খুররাম মঞ্জুর এই হুংকার দিয়েছেন। তিনি বলেন, আমি নিজেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করি না। প্রকৃতপক্ষে ৫০ ওভারের খেলায় প্রথম দশজনের মধ্যে বিশ্বে আমি প্রথম অবস্থানে। আমার পরের অবস্থানে কোহলি।
তিনি আরও বলেন, কোহলি প্রতি ছয় ইনিংস পর একটি সেঞ্চুরি করেন। অথচ আমি প্রতি ৫.৬৮ ইনিংস পর সেঞ্চুরি করেছি। গত দশ বছরের পরিসংখ্যানে আমি কোহলির চেয়ে এগিয়ে। আমার এভারেজ ৫৩। আমি লিস্ট ‘এ’ ক্যারিয়ারে বিশ্বে ৫ম স্থানে আছি। আমি শেষ ৪৮ ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছি। - হিন্দুস্থান টাইমস
খুররাম আরও বলেন, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে যারা ওপেন করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ রান আমার। জাতীয় টি-টোয়েন্টিতে আমিই সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু এতোসবের পরেও আমাকে অবহেলা করা হয়েছে এবং এর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এইচএ
আপনার মতামত লিখুন :