শিরোনাম
◈ জাতীয় রাজস্ব বোর্ড যে কারণে দুই ভাগ করলো সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:১৩ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:২২ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

ঢাকার বিপক্ষে খুলনার লজ্জাজনক হার

উইকেট পেয়ে তাসকিন আহমেদ এর উদযাপন

নাহিদ হাসান: খুলনা টাইগার্সকে মাত্র ১০৯ রানের টার্গেট দিয়েছিলো প্রতিপক্ষ ঢাকা গ্লাডিয়েটর্স। মনে হয়েছিল খুব সহজেই জিতবে ইয়াসির-তামিমের দল খুলনা। তবে এবারের বিপিএলে সবচেয়ে লজ্জাজনক হারের মুখ দেখলো দলটি। মাত্র ৮৪ রানে অলআউট হয় তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ১০৮ রানে অলআউট হয় ঢাকা। দলে হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অফফর্মে থাকা সৌম্য সরকার। বাকিরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষদিকে তাসকিন ১২ ও আল আমিন ১০ রান করেন। খুলনার হয়ে নাহিদুল ৪ টি, নাসুম ৩টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাইফুদ্দিন, ওয়াহাব রিয়াজ এবং নাহিদ রানা।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৩০ এবং ইয়াসির আলী ২১ রান করলেও বাকিরা কেউ দুই অংকের কোটা পেরোতে পারে নি। ৮৪ রানে অলআউট হয়ে ২৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। ঢাকার হয়ে তাসকিন ৪ টি এবং নাসির হোসেন ও আল আমিন ২ টি উইকেট করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন সালমান ইরশাদ এবং আমির হামজা।

৪ উইকেট এবং ১২ রান করে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়