শিরোনাম
◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ষোলর প্রথম ম্যাচে শনিবার নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র লড়বে

কাতার বিশ্বকাপ

এরফান আলম: কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শুরু হচ্ছে শনিবার। এই পর্বে বিজয়ী দল হাসতে হাসতে পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। অপর দল একবুক হতাশা নিয়ে বিদায় নিবে বিশ্বকাপ থেকে। প্রথম ম্যাচে মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রাত ৯টায় দুই দল মুখোমুখি হবে। একই দিনে অপর ম্যাচে রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। 

কোচ লুই ভান গালের দল নেদারল্যান্ডস আন্তর্জাতিক ফুটবলে টানা ১৮ ম্যাচ অপরাজিত। কাতার বিশ্বকাপে কোডি গাকপো গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করে নেদারল্যান্ডসের ফুটবল ইতিহাসে চতুর্থ রের্কড গড়েছেন। 

যুক্তরাষ্ট্র প্রথমবার ২০০২ সালে বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রথম চারটি প্রীতি ম্যাচ হেরে গিয়েছিলো। কিন্তু ২০১৫ সালে ববি উড ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে নিয়ে যায়।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পং গোড়ালিতে ৩০ নভেম্বর আঘাত পায়। তবে তার পরের দিনেই আবার প্রশিক্ষণে ফিরে আসেন। মাথাইস ডে লিগত ও নেথেন একেকে এই ম্যাচটি খুব সাবধানে খেলতে হবে যাতে আর হলুদ কার্ড না পায় তা না হলে সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল খেলতে পারবেন না তারা।
যুক্তরাষ্ট্রের জন্য, ইরানের বিরুদ্ধে গোল করার সময় আঘাত পেয়ে পেলভিক কনটুশনে ভুগছেন ক্রিশ্চান পুলিসিক। প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে। তিনি হাসপাতালের বিছানা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন ।  

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়