শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৯:৩৫ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার মূল একাদশে দিবালা নেই কেন? মুখ খুললেন কোচ

দিবালা

এরফান আলম: কাতার বিশ্বকাপে বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল। এই ম্যাচ জয় ছাড়া কনো বিকল্প নেই লিওদের। তবে গ্রুপ পর্বের দুই কেন দিবালাকে মাঠে দেখা যায়নি তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যপারে মুখ খুললেন কোচ লিওনেল স্ক্যালোনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দোহার কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিওনেল স্কালোনি।

কেনো দিবালাকে মাঠে নামানো হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৌশলগত কারণে দলে জায়গা পাচ্ছেন না দিবালা এবং কনো তার কোনো ইনজুরি নেই।

অনান্য খেলোয়াড়দের মতো তিনি খেলতে চায়। কিন্তু ট্যাকটিক্যাল সিদ্ধান্তের কারণে দিবালাকে দিয়ে খেলানো হচ্ছে না। 

তিনি আরও জানান, আমাদের পরবর্তী ম্যাচে ফলাফলের উপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাতার বিশ্বকাপের আগে থেকেই থায়ের ইনজুরিতে ভুগছিলেন দিবালা। 

পরিসংখ্যান দেখার পর জানা যায়, আর্জেন্টিনার হয়ে আগে থেকেই মূল একাদশে ধারাবাহিকভাবে কখনো সুযোগ পাননি দিবালা। 

ক্যারিয়ারে ৫১ ম্যাচ দলের হয়ে খেললেও মূল একাদশে খেলার সুযোগ হয়েছিলো ১৬ বার। যদিও মূলত চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

কোচ স্কালোনি শুধু দিবালাকে মূল একাদশে রাখেননি। এছাড়া এই লিস্টে রয়েছে থিয়াগো আরমাদা ও অ্যাঞ্জেল কোরেয়া কেও।  সম্পাদনা: এল আর বাদল

এএ/এলবি/এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়