শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ ৩-৩ গোলে ড্র

সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ

স্পোর্টস ডেস্ক: কাতারের আল জানোব স্টেডিয়ামে দারুণ একটি ম্যাচ মঞ্চায়ন হলো। এদিন বিশ্বকাপে জি’ গ্রুপে সার্বিয়া ও ক্যামেরুন মুখোমুখি হয়। দুই দলই মাঠের লড়াইয়ে চেষ্টা চালিয়েছে শেষ পর্যন্ত, উত্তেজনা ছড়িয়েছে, গোলও পেয়েছে, প্রতিপক্ষকে চাপেও রেখেছে পুরো খেলা জুড়ে। ৯০ মিনিটের খেলায় মোট ৬ গোল পেয়েছে দুই দল। কিন্তু জিততে পারেনি ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে কোনও দলই। আল জানোব স্টেডিয়ামে ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

খেলায় এদিন দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে ব্যস্ত করে রেখেছিল প্রতিপক্ষের রক্ষণভাগ। এরমধ্যে বল দখলে পিছিয়ে থাকলেও শক্তিশালী আক্রমণে এগিয়ে ছিল আফ্রিকার দেশ ক্যামেরুনই। ১৩টি আক্রমণ করে ৮টি শটই রেখেছে সার্বিয়ার গোলমুখে। অন্যদিকে ৬০ শতাংশ বল দখলে রেখে ১৫ আক্রমণ করে ৫টি শট গোলমুখে রাখতে পেরেছে সার্বিয়া।

ছয়জন ভিন্ন গোলস্কোরার ম্যাচে প্রথম জালের দেখা পায় ক্যামেরুন। ম্যাচের ২৯তম মিনিটে কর্ণার থেকে দারুণ এক হেডে আফ্রিকার দেশটিকে এগিয়ে দেন ডিফেন্ডার জ্যা-চার্লস কাস্তেলেত্তো। এই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যাবে বলে মনে হচ্ছিল এশিয়ান সিংহরা।

তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ২ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে লিডে থেকে এগিয়ে যায় সার্বিয়াই। প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে সার্বিয়াকে সমতায় ফেরান স্ত্রাহিনজা পাভলোভিস। এর ২ মিনিট পরে সার্বিয়াকে ২-১ গোল ব্যবধানের লিড এনে দেন সারগেজ মিলিঙ্কোভিচ-সাভিচ।

বিরতি থেকে ফেরার আক্রমণের ধার ধরে রাখে সার্বিয়া। ৫৩তম মিনিটে তো ৩-১ গোল ব্যবধানে এগিয়েই যায় দলটি। সার্বিয়ার হয়ে তৃতীয় গোলটি আসে আলেক্সান্ডার মিত্রোভিচের পা থেকে। দুই গোলের লিড নিয়ে কিছুটা ডিফেন্সিভ মুডে চলে যায় দলটি।

ঠিক তখনই ম্যাচে ফেরে আফ্রিকান সিংহরা। ৬৩তম মিনিটে ভিনসেন্ট আবু বকর গোল করে ব্যবধান কমায়। এর ঠিক দুই মিনিট পরে আবারও দৃশ্যপটে আবু বকর। এবার অবশ্য অ্যাসিস্ট করেন তিনি। তার পাস থেকে গোল করেন এরিক ম্যাক্সিম চুপো-মোতিং।

ম্যাচের বাকি সময় দুই দল একের পর এক আক্রমণ করলেও জয় নিজেদের দিকে টেনে নিতে পারেনি দুই দলের কোনও দলই। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছিল। এই ড্রয়ে দুই দলই ১ পয়েন্ট করে অর্জন করেছে। কিন্তু যথারীতি গ্রুপের নিচের দুই পজিশন ছেড়ে উপরে উঠতে পারেনি। সম্পাদনা: খালিদ আহমেদ

এলআরবি/কেএ/এনএইচ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়