সালেহ্ বিপ্লব: কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক গলফ ইভেন্ট এশিয়ান ট্যুর “বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২২” প্রতিযোগিতার তৃতীয় দিন ছিলো শনিবার। আইএসপিআর
এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১১ শট কম খেলে থাইল্যান্ড এর কোসুকে হামামোতো প্রথম, একই দেশের গলফার ডানথাই বুনমা পারের চেয়ে ১০ শট কম খেলে দ্বিতীয় এবং পারের চেয়ে ৭ শট কম খেলে বাংলাদেশের গলফার জামাল হোসেন যৌথভাবে তৃতীয় স্থান অবস্থান করছে এবং পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে ৬ষ্ঠ স্থানে সিদ্দিকুর রহমান ও বাদল হোসেন।
২৭ নভেম্বর বিকাল ৩টায় মিনিটে বাংলাদেশ গলফ ফেডারেশন ও ন্যাশনাল ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২২ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুর্মিটোলা গলফ ক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে।