শিরোনাম
◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার ◈ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি ◈ ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ: মির্জা ফখরুল ◈ দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০২:১১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিংবদন্তি ম্যারাডোনাকে হারানোর দুই বছর আজ

ডিয়েগো ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: ডিয়েগো ম্যারাডোনাকে স্প্যানিশ ভাষায় আর্জেন্টাইনরা ডাকত এল পিবে ডি অরো নামে। যার অর্থ হচ্ছে দ্য গোল্ডেন বয়। এমন নাম দেওয়ার পেছনের কারণটা ফুটবলপ্রেমী সবারই হয়তো জানা। ১৯৮৬ সালে তিনি যে প্রায় একাই দেশটিকে এনে দিয়েছিলেন বিশ্ব ফুটবল মঞ্চের সর্বোচ্চ সম্মান।

৬০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান, ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আরটিভি

ফুটবলের ঈশ্বর, উজ্জ্বল নক্ষত্রকে হারানোর দুই বছর কেটে গেল। লম্বা সময় ধরে অসুস্থতায় ভোগা ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর নিজ বাসায় মারা যান। এ ম্যারাডোনার হাত ধরেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি গোল করেন তার একটি হাত দিয়ে গোল করে দ্য হ্যান্ড অব গড খ্যাতি পান এ বিশ্বকাপজয়ী।

অন্য গোলটাও ছিল দেখার মতো। মাঝ মাঠ থেকে একাই টেনে নিয়ে গোল করেন ফুটবল ঈশ্বর’ খ্যাত ম্যারাডোনা। ৮ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সে যোগ দেন। বয়স যখন ১২ স্থানীয়দের কাছে বেশ নাম ডাক পেয়ে যান তিনি। ১৯৭৭ সালে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান। দেশের জার্সিতে চারটি বিশ্বকাপ আসরে অংশ নেন।

বোকা জুনিয়র্স, বার্সালোনা, সেভিয়া ও নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দেন এ আর্জেন্টাইন তারকা ফুটবলার। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস 

জেবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়