শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল নয়, বিশ্বকাপে কাকার পছন্দ আর্জেন্টিনা

ব্রাজিলিয়ান তারকা রিকোয়ার্ডো কাকা

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষ দিকে কাতারে অনুষ্ঠিত হবে কাতার ফুটবল বিশ্বকাপ। এ টুর্নামেন্ট যতই এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিশ্ব আসর যতোই এগোচ্ছে, পছন্দের দলকে নিয়ে সমর্থকদের উন্মাদনা ততোই বাড়ছে। এ ব্যাপারে বেশ ব্যতিক্রম ব্রাজিলিয়ান তারকা রিকোয়ার্ডো কাকা। বৈশ্বিক এ টুর্নামেন্টে এ তারকার পছন্দের দল আর্জেন্টিনা। ঢাকা পোস্ট

নিজের দেশ নয় বরং চিরপ্রতিদ্ব›দ্বী আর্জেন্টিনার প্রসংশায় মুখর সাবেক সেলেসাও ফরোয়ার্ড, আর্জেন্টিনা দলটাকে আমার বেশ ভালো লেগেছে। তারা বেশ পরিণত একটা দল। ওদের কোচটাও দুর্দান্ত। চিরপ্রতিদ্ব›দ্বী দলের এমন প্রসংশা করার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে কাকার। সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪টি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত বিশ্বসেরার ট্রফি অধরাই রয়ে গেছে সময়ের অন্যতম সেরা তারকার। তাই নিজের শেষ বিশ্বাকাপটা রাঙিয়েই বিদায় নিতে মরিয়া আর্জেন্টাইন মহাতারকা।  

দেশের জার্সিতে গত দুই ম্যাচে চারটি গোল করা মেসি দলকে নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। দলের ভারসাম্য বজায় রাখতে রাখছেন বড় ভূমিকা। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন তারকা ক্লাব ফুটবলও মাতাচ্ছেন পিএসজির হয়ে। 

এবারের বিশ্বকাপে আলবেসেলেস্তিদের একমাত্র ভরসা যে মেসিই এমনটা নয়। কোপা আমেরিকা ও ফিনালিসসিমা চ্যাম্পিয়নদের দলে আছে একঝাঁক মেধাবী তরুণ। মেসিকে সঙ্গ দেয়ার জন্য তাদের আক্রমণভাগে আছে লাউতারো মার্টিনেজের মতো তারকা। ইন্টার মিলানের হয়ে গত কয়েকটা মৌসুম দুর্দান্ত কাটানো লাউতারো জাতীয় দলেও ফিরেছেন উড়ন্ত ফর্ম নিয়ে।

আক্রমণভাগের মতো মাঝমাঠ ও রক্ষণভাগকেও দারুণভাবে সাজিয়েছে কোপা চ্যাম্পিয়নরা। অ্যাতলেটিকো মাদ্রিদের রদ্রিগো ডি পল এবং ভিলারিয়ালের জিওভানি লো সেলসোর হাতে আছে আলবিসেলেস্তিদের মাঝমাঠ। অন্যদিকে রক্ষণভাগের নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন তারকা লিসান্দ্রো মার্টিনেজ। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়