শিরোনাম
◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৬ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ঐক্যবদ্ধ ভাবেই খেলবে জার্মানি: টমাস মুলার

টমাস মুলার

স্পোর্টস ডেস্ক: নেশনস লিগে খুব একটা ভাল করতে পারে জার্মানি। গ্রুপে চার দলের মাঝে তৃতীয় অবস্থানে থেকে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে জার্মানরা। ছয় খেলায় মাত্র একটি জেতা দলটি নিজেদের মাঠে হাঙ্গেরির কাছে হারায় হ্যান্সি ফ্লিকের শীষ্যদের সামর্থ্য নিয়েও উঠেছে প্রশ্ন। সব মিলিয়ে উয়েফা নেশন্স কাপে জার্মানির পারফরম্যান্স হতাশাজনক। তবে এই পারফরম্যান্স জার্মানিকে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে না বলেই মনে করেন টমাস মুলার। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের বিশ্বাস, বিশ্বকাপে জার্মানিকে দেখা যাবে চেনা চেহারায়। গোল ডটকম

নেশন্স লিগে নিজেদের শেষ ম্যাচে সোমবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। ম্যাচের ৭০ মিনিট পর্যন্তও ছিল সেই ব্যবধান। ইংল্যান্ড পরে ১২ মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে যায় চমকপ্রদভাবে। পরে আরেকটি গোল করে ড্রয়ে ম্যাচ শেষ করতে পারে জার্মানি। বিডি নিউজ

তবে বড় টুর্নামেন্টের বড় দল হিসেবে বরাবরই একটা পরিচিতি আছে জার্মানির। টুর্নামেন্ট শুরুর আগে অবস্থা যেমনই থাকুক, বিশ্বকাপ বা ইউরোর মতো আসরগুলোতে তাদের জ্বলে উঠতে দেখা গেছে অনেকবারই।

এবারও তেমন কিছুর আশায় মুলার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে এই ফরোয়ার্ড বললেন, আজকের ম্যাচ দিয়ে আমাদের অবস্থা বিচার করা যাবে না। আমাদের সবটুকু মনোযোগ এখন খেলা উপভোগ করায়, তাড়না ধরে রেখে এবং ঐক্যবদ্ধ থেকে বিশ্বকাপে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ায়, (বড়) টুর্নামেন্টের দল হিসেবে আমাদের যে পরিচিতি, সেটার প্রতি যেন সুবিচার করতে পারি।

সবশেষ দুটি বড় আসরে অবশ্য জার্মানির সেই ঝলক দেখা যায়নি। চ্যাম্পিয়ন হিসেবে গত বিশ্বকাপে গিয়ে জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গ্রুপের তলানিতে থেকে। 

তবে মুলারের আত্মবিশ্বাসের কমতি নেই। বাইরের আলোচনায় কান না দিয়ে তারা তাকাচ্ছেন সামনে। ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বুট জয় করা এই তারকা বলেন, হয়তো বাইরে থেকে সমালোচনা চলবে, হয়তো নয়ৃ জানি নাৃএসব নিয়ে মাথাব্যথাও নেই। কোথায় কী লেখা হচ্ছে, এসব পাত্তা দিচ্ছি না। বিশ্বকাপে আমরা নিজেদের ভালো অবস্থায় নিয়ে যাব, সবটুকু দিয়ে খেলব। তার পর দেখা যাবে, ফলাফল কেমন হয়। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়