শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:০১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

লিওনেল মেসি-নেইমার

মাকসুদ রহমান: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বুধবার রাত সাড়ে ১২টায় প্যারিসে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। অপর দিকে তাদের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনা বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে প্রীতি ম্যাচে লড়বে জ্যামাইকার বিপক্ষে। সকারওয়ে

বিগত ৭ বছরে আর্জেন্টিনা জ্যামাইকার বিপক্ষে কোন ম্যাচ না খেললেও ক্যারবিয়ানের দ্বীপের এই দলটির বিপক্ষে এখন পর্যন্ত চারবারের মোকাবেলার প্রতিবারই জয় আছে আলবেসেবেস্তাদের। সেই চার খেলায় ১৪ গোল করা আর্জেন্টিনা গোল হজম করেছে কেবল ১টি।

আর নিজেদের শত বছরের ফুটবল খেলার ইতিহাসে এখন পর্যন্ত তিউনিসিয়ার বিপক্ষে কোন ম্যাচ খেলেনি ব্রাজিল। তবে আফ্রিকান এই দলটির বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম খেলায় জয় পেতে মুখিয়ে আছে সেলেসাওরা। ব্রাজিলের তুলনায় তারুণ্য নির্ভর তিউনিসিয়াও ছেড়ে বলার মত দল না। আন্তর্জাতিক ফুটবলে টানা সাত খেলায় অপরাজিত তারা। অপর দিকে নিজেদের শেষ ছয় খেলার সব কয়টিতে জয় পাওয়া ব্রাজিল দল সামর্থ্যরে দিক থেকে তিউনিসিয়ার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। তবে এসব পরিসংখ্যান কাগজে কলমে থাকলেও মাঠের খেলাকে কেন্দ্র করেই ভক্তদের সব আকর্ষণ।

গোলজ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভান্নি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ব্রাজিলের ২৬ জনের দলে যারা রয়েছেন:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসোন (ম্যানচেস্টার সিটি) ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গ্লেইসোন ব্রেমার (জুভেন্টাস), আলেক্স টেলেস(সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রোজার ইবানেজ (রোমা)।

মিডফিল্ডার: কাসেমিরো (ম্যানইউ) ফ্রেড (ম্যানইউ), ফাবিনো (লিভারপুল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), ব্রুনো গিমারেস (নিউক্যাসেল), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (টটেনহাম), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), আন্তোনি (ম্যানইউ), রাফিনিয়া (বার্সেলোনা), কুনহা (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রো (ফ্লামেঙ্গো)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়