স্পোর্টস ডেস্ক: এক বছরের ব্যবধানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) রাজস্ব আয় বেড়েছে ১৮ শতাংশ। তবু লাভের মুখ দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১-২২ অর্থবছরে তাদের মোট ক্ষতির পরিমাণ ১১৫ মিলিয়ন পাউন্ড। বিডিনিউজ
প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, গত মৌসুমে তাদের রাজস্ব আয় হয়েছে ৫৮ কোটি ৩২ লাখ পাউন্ড।
২০২১ সালের তুলনায় গত জুনে শেষ হওয়া অর্থবছরে তাদের ক্ষতির পরিমাণ বেড়েছে ২ কোটি ৩৩ লাখ পাউন্ড।
ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির ঋণের পরিমাণও বেড়েছে। ২০২১ সালে ঋণ ছিল ৪১ কোটি ৯৫ লাখ পাউন্ড। এখন তা ৫১ কোটি ৪৯ লাখ। বেড়েছে ২২ শতাংশের বেশি।
গত বছরের গ্রীষ্মে ক্রিস্তিয়ানো রোনালদো, জেডন স্যানচো ও রাফায়েল ভারানের মতো খেলোয়াড়দের দলে টানে ইউনাইটেড। তাতে দলটির খেলোয়াড়দের বেতন বাড়ে ১৯.১ শতাংশ। এখন মোট বেতনের পরিমাণ ৩৮ কোটি ৪২ লাখ পাউন্ড।
প্রিমিয়ার লিগের ইতিহাসে যা সর্বোচ্চ। ইউনাইটেড ছাড়িয়ে গেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আগের সর্বোচ্চ ৩৫ কোটি ৫০ লাখ পাউন্ড। রিপোর্ট: মাকসুদ রহমান