শিরোনাম
◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি ফুটবলপ্রেমী। প্রতিবারের মতো এবারও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ রেখেছে। ‘নন-প্লেয়িং কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার কাছ থেকে ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাবে। শনিবার (১৭ জানুয়ারি) বাফুফের জাতীয় টিমস কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। 

কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের জানান, “নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য বাফুফেতে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।” 

বিশ্বকাপের টিকিটের জন্য বরাবরই বাফুফের ওপর ব্যাপক চাপ থাকে। বরাদ্দ কম হওয়ায় বাফুফে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এই টিকিট বণ্টন করবে। এক্ষেত্রে বাফুফের নির্বাহী কমিটি, ক্লাবসমূহ, সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সাংবাদিক, পৃষ্ঠপোষক, সমর্থক ও ফুটবল সংগঠকরা প্রাধান্য পাবেন। তবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের চাহিদাও বিবেচনা করা হবে।

২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা (৪৮টি) এবং ভেন্যু বৃদ্ধি পাওয়ায় ফিফা এবার সদস্য দেশগুলোর জন্য বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। ফলে বাফুফেও গত আসরের তুলনায় এবার বেশি টিকিট পাচ্ছে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়