বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রভাব এবার পড়তে দেখা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। শনিবার বুলাওয়েতে ‘এ’ গ্রুপে টসের হ্যান্ডশেক এড়িয়ে গেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে।
বৃষ্টির কারণে বুলাওয়েতে প্রায় ১৫ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়। টসের সময় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারতের অধিনায়ক ও ম্যাচ রেফারির সঙ্গে মাঠে উপস্থিত হন।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ। তবে টস হওয়ার পর দুই দলের অধিনায়কের কেউই একে অপরের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি।
এর আগে গত বছর এশিয়া কাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ভারত।
শুরুতে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ম্যাচে কোনও ওভার কাটা যায়নি।