শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বিপিএলের চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার শুরু

স্পোর্টস ডেস্ক : ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনাল পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে। এদিন লিগ পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্লে-অফের শেষ একটি জায়গা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে শুরু হবে হাই-ভোল্টেজ লড়াই।

সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। একই সঙ্গে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের প্লে-অফও। দুই দলেরই পয়েন্ট সমান ১০ করে।

এই হারে বড় ধাক্কা খেয়েছে ঢাকা ক্যাপিটালস। আট ম্যাচে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। টিকে থাকতে হলে ঢাকায় নিজেদের বাকি দুই ম্যাচই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। শেষ প্লে-অফের জায়গাটির জন্য এখনও লড়াইয়ে আছে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট), ঢাকা ক্যাপিটালস (৪ পয়েন্ট) ও নোয়াখালী এক্সপ্রেস (৪ পয়েন্ট)।

ঢাকা পর্বের টিকিট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে www.gobcbticket.com.bd –এ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১, ২১ জানুয়ারি কোয়ালিফায়ার-২ এবং ২৩ জানুয়ারি বসবে মহারণ, বিপিএল ১২-এর ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়