শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়াসিম আকরামের মতে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পা‌রে অ‌স্ট্রেলিয়া, ভারত, দ.আ‌ফ্রিকা ও নিউ‌জিল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক : আগামী মাসের ৭ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের মতো করে ফেবারিট দল ও সম্ভাব্য বিশ্বকাপজয়ীর নাম জানাচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। এবার তাদের দলে যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানালেন আকরাম। তার মতে, বৈশ্বিক এ টুর্নামেন্টে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। -- ডেই‌লি ক্রিকেট

আকরাম বলেন, এই চার দল সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, দলগত ভারসাম্য এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাই তাদের আলাদা করে রেখেছে বলে মনে করেন তিনি।

অবাক করার বিষয় সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের তালিকায় নেই আকরামের দেশ পাকিস্তান। এমনকি ইংল্যান্ডকেও এই তালিকায় রাখেননি সাবেক এ পেসার। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে আকরাম মনে করেন, ধারাবাহিকতা ও বর্তমান ফর্মই বড় টুর্নামেন্ট সাফল্য পাওয়ার মূল চাবিকাঠি।

উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়