স্পোর্টস ডেস্ক : বিপিএলে জয় দিয়ে শুরু করা ঢাকা ক্যাপিটালস হারলো আরও একটি ম্যাচ। সিলেট টাইটান্সের পর এবার তারা হারলো চট্টগ্রাম রয়্যালসের কাছে। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় হার।
আগে ব্যাট করে ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম। --- ডেইলি ক্রিকেট
এদিন সিলেটে টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদী হাসান। প্রথম ওভারেই সাইফ হাসানকে হারায় রাজধানীর দলটি। চলমান বিপিএলে কোনোভাবেই হাসছে না সাইফের ব্যাট। ৪ বলে করেছেন এদিন ১ রান। আরেক ওপেনার জুবাইদ আকবরী চট্টগ্রামের বোলারদের বল বুঝতেই পারেননি। ১২ বলে করেছেন মাত্র ২ রান।
তিনে নামা উসমান খান চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৫ বলে তার ব্যাট থেকে ৩ বাউন্ডারিতে এসেছে ২১ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত ছিলেন নয় নম্বরে নামা মোহাম্মদ সাইফউদ্দিন। ২৫ বলে ৪ বাউন্ডারি মেরেছেন তিনি।
চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম। দুটি উইকেট নিয়েছেন মাহেদী হাসান।
জবাবে ব্যাট করতে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। তাদের কোনো পরীক্ষাই নিতে পারেননি তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনরা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৪০ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন নাঈম, রসিংটনের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রান।
ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ব্যতীত প্রায় সবাই ছিলেন এদিন বেশ খরুচে।