শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা

স্পোর্টস ডেস্ক : পরাজয় স্বীকার করে নিচ্ছে ভারত। অন্তত গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন শেষে এই কথাই লেখা যায়। পাহাড়সম ৫৪৯ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ২৭। এখনও পিছিয়ে ৫২২ রানে। শেষ দিন প্রোটিয়াদের চাই আর আট উইকেট।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান তুলেছিল। ৪৮৯ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। শতরান করেছিলেন সেনুরান মুথুস্বামী। মার্কো জানসেন করেছিলেন ৯৩ রান। জবাবে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। ব্যাটের পাশাপাশি বল হাতে ছয় উইকেট নিয়েছিলেন জানসেন। ভারতকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তুলে ফেলে ২৬০/‌৫। এগিয়ে থাকা ৫৪৮ রানে। ভারতকে জিততে হলে করতে হবে ৫৪৯।  --- আজকাল

চতুর্থ দিন প্রায় ৫ ঘণ্টা ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ৭০ ওভারে এল ২২৬ রান। ওভার প্রতি তিন রানের একটু বেশি। তারা চাইলে দ্রুত গতিতে রান করতে পারত। সেটা করতে গিয়ে উইকেট পড়লেও কিছু হত না। কিন্তু তা না করে ট্রিস্টান স্টাবসের শতরানের অপেক্ষা করলেন বাভুমা। সেখানেই দেরি হল। 

শতরানও এল না। ৯৪ রানে থামলেন তিনি। অবশেষে ২৬০ রানে ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। রবীন্দ্র জাদেজা পেলেন চার উইকেট। ৫৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৭। পঞ্চম দিন জিততে আরও ৫২২ রান করতে হবে তাদের। 

যা কার্যত অসম্ভব। দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ৮ উইকেট। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল (‌৬)‌ ও যশস্বী জয়েসওয়াল (‌১৩)‌। যশস্বীকে ফিরিয়েছেন জানসেন। হার্মার ফেরান রাহুলকে।

উইকেটে রয়েছেন সাই সুদর্শন (‌২)‌ ও কুলদীপ যাদব। চার নম্বরে গম্ভীর নামিয়েছেন কুলদীপকে। যিনি প্রথম ইনিংসে ১৩৪ বল খেলেছিলেন। এত বল আর কোনও ভারতীয় ব্যাটার খেলতে পারেননি। তবে সুদর্শন বেশ কয়েকবার আউট হতে হতে বেঁচেছেন। বুধবার কতক্ষণ টেকে ভারতীয় ব্যাটিং সেটাই দেখার।

গুয়াহাটি টেস্ট হারলে নিউজিল্যান্ডের পর ফের ঘরের মাঠে হতে হবে হোয়াইটওয়াশ। আর ড্র হলে সিরিজ ১–০ জিতবে দক্ষিণ আফ্রিকা। আপাতত এর বাইরে ম্যাচের আর কোনও ফলাফল সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়