সাদমান ইসলাম চলতি সিরিজে খেলেছেন দারুণ। তবে তার সিরিজটা শেষ হচ্ছে নামের পাশে কোনো সেঞ্চুরি ছাড়াই। দারুণ থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন আবারও। মিরপুর টেস্টের চতুর্থ দিনেও একই দৃশ্যের দেখা মিলল।
আগের দিন সাদমান বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন। শুরুর দিকে বাংলাদেশ রান তুলেছে ওভারপ্রতি ৫ করে, সেটা তার কল্যাণেই।
তবে এরপর সময় যত গড়িয়েছে, তিনি রয়েসয়ে খেলতে শুরু করেছেন ততই। একটা সময় ৮০ স্ট্রাইক রেটে ব্যাট করা সাদমান শেষমেশ ইনিংস শেষ করেছেন ৬৫.৫৪ স্ট্রাইক রেট নিয়ে।
তাতেও অবশ্য লাভ হয়নি। সেঞ্চুরির দেখাটা পাননি তিনি। চতুর্থ দিনটা শুরু করেছিলেন তিনি ৬৯ রান নিয়ে। সেখান থেকে আর ৯ রানই যোগ করতে পারলেন।
এরপরই তিনি শিকার বনে গেলেন অ্যান্ডি ম্যাকব্রাইনের। আজ সকালে দিনের চতুর্থ ওভারে বল এসেছিল একটু নিচু হয়ে। তবে লেন্থ পড়তে ভুল করেছিলেন সাদমান, ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনেন তিনি।
সাদমান চলতি সিরিজের প্রথম ম্যাচে ৮০ রান করেছিলেন। ঢাকায় প্রথম ইনিংসে করেছিলেন ৩৫ রান। এবার তার ইনিংস শেষ হলো ৭৯ রানে। ফলে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ইতি ঘটল তার এই সিরিজের।
সূত্র: যুগান্তর