নিজস্ব প্রতিবেদক : নারী কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।
দারুণ লড়াই জমিয়ে তুলল থাইল্যান্ড ও উগান্ডা। এক পর্যায়ে ১৬-১০ পয়েন্টে এগিয়ে ছিল উগান্ডা। এরপর ঘুরে দাঁড়াতে শুরু করে থাইল্যান্ড। ২০-২০ সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে উগান্ডার উপর আধিপত্য করতে শুরু করে থাইল্যান্ড। ৪২-৩০ ব্যবধানে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় থাই মেয়েরা। উগান্ডা পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি, ম্যাচ হেরে যায় ৫১-৩৭ পয়েন্টে।
ভারতের কাছে ৬৫-২০ পয়েন্টে হেরে এ আসর শুরু করেছিল থাইল্যান্ড। অন্যদিকে টানা দুই ম্যাচ হারল উগান্ডা, নিজেদের প্রথম ম্যাচে তারা ৪২-২২ পয়েন্টে হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে।
নেপালের টানা দ্বিতীয় জয় ----
নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেপাল। পোল্যান্ডকে বুধবার তারা হারিয়েছে ৬৩-২৫ পয়েন্টে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে পোল্যান্ডকে চেপে ধরে নেপাল। চার মিনিটের মধ্যে একবার পোলিশদের অলআউট করে দেয় তারা। প্রথমার্ধ নেপাল শেষ করে ৩১-৯ পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও পোল্যান্ডকে কোণঠাসা করে রাখে নেপাল। ম্যাচ জিতে নেয় ৬৩-২৫ পয়েন্টে।
জাঞ্জিবারকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল নেপাল। অন্যদিকে ইরানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শুরুর পর পোল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছিল জাঞ্জিবারের কাছে। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ হারল পোলিশরা।