শিরোনাম
◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী কাবাডি বিশ্বকাপে ইরা‌নের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান। বুধবার (১৯ ন‌ভেম্বর) আসরের ম্যাচ শুরুর তৃতীয় দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে গত আসরের ফাইনালিস্টরা হারিয়েছে ৫১-১৫ পয়েন্টে। পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেও আধিপত্য নিয়ে জিতেছে ইরান।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা জাঞ্জিবারকে শুরু থেকেই কোণঠাসা করে ফেলে। ১১তম মিনিটে প্রতিপক্ষকে যখন প্রথমবার অলআউট করে তারা, তখন ইরানের ২০ পয়েন্ট, জাঞ্জিবারের মাত্র ১। ইরান প্রথমার্ধ শেষ করে ২৮-৩ পয়েন্টে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর আবার অলআউট হয় জাঞ্জিবার। ওই সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৫-৮। ম্যাচে মোট তিনবার অলআউট হয়েছে আফ্রিকান দেশটি—খেলার ৩ মিনিট বাকি থাকতে তৃতীয়বার অলআউট হয় তারা। ইরান তখন এগিয়ে ছিল ৪৫-১৩ ব্যবধানে। শেষ পর্যন্ত ৫১-১৫ তে ম্যাচ শেষ করে তারা।

ম্যাচের পর ইরান অধিনায়ক আসমা ফাকরি* বলেন, ‘টানা তৃতীয় জয় পেয়ে আমরা খুবই খুশি। বাংলাদেশে এই বিশ্বকাপ খেলতে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের দল অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলে গড়া, আমাদের কোচ এভাবেই দলটাকে গড়েছেন।

বিশ্বকাপের আয়োজন সম্পর্কে ইরান অধিনায়ক আরও বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো আয়োজন করেছে। এখানকার আয়োজন দেখে আমরা বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক এবং তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুশি। বাংলাদেশের খাবারে মরিচ (ঝাল) একটু বেশি, ইরানের মানুষ এটা খেতে অভ্যস্ত নয়, তবে আমাদের ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়