শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ইনজুরির থাবায় বিধ্বস্ত কাতালানরা প্রায় পয়েন্ট খোয়াতে বসেছিল, তবে রোনাল্ড আরাহোর যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

শনিবার (১৮ অক্টোবর) ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের ১৩তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি বার্সা। এর পর দুর্দান্ত কিকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল।

প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না। পুরো ম্যাচে ২৪টি শট নেওয়া বার্সার লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬টি।

চোটের কারণে রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা ছিল না। তবে ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ৯০তম মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। বদলি হিসেবে ৮২তম মিনিটে মাঠে নামা রোনাল্ড আরাহো গোল করে জয় নিশ্চিত করেন বার্সেলোনার।

এই জয়ে ৯ ম্যাচে ৭ জয় ও ২২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়