স্পোর্টস ডেস্ক : তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম সভাপতি। সোমবার (৬ অক্টোবর) পরিচালনা পর্ষদের ভোট শেষে অনুমিতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বাধীন বোর্ডে দুই সহসভাপতিও মনোনীত হয়েছেন। তারা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
বোর্ড গঠনের পরে রাতে বিসিবি পরিচালনা পর্ষদের সদস্যরা এলেন সংবাদ সম্মেলনে। এতে শুরুতেই আমিনুল ইসলাম বুলবুল বললেন, নির্বাচনকে কেন্দ্র করে নতুন বোর্ড গঠিত হয়েছে। এই বোর্ডের কার্যক্রম চার বছরের। এই চার বছরে বাংলাদেশের ক্রিকেটকে আমরা কোথায় দেখতে চাই, এ নিয়ে কাজ শুরু করে দিয়েছি। পদের থেকে আগে ক্রিকেট। আর সেটি কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বোর্ডে যে ২৫ জনকে পেয়েছি সবাই একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি।
এ সময় তার কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনি চাকরি ছেড়ে এর আগে বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন। ৩-৪ মাস কাজ করেছেন। অনেক সময় দেখা যায়, একটা চাকরি ছেড়ে ৩-৪ মাস কাজ করা সহজ হয়। এখন তো চার বছর কাজ করতে হবে, কতখানি সেক্রিফাইস করতে হবে, যেহেতু বোর্ড সভাপতির পদটা অবৈতনিক।
জবাবে নয়া বিসিবি সভাপতি বলেন, সভাপতির পদটা সবসময় অবৈতনিক ছিল। এখনও এর ব্যতিক্রম হয়নি। সেই ব্যাপারে এখনও ভাবিনি। ভাবছি, ক্রিকেটটাকে আমরা আমানত হিসেবে পেয়েছি। চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, তাই এ বিষয়ে আমি চিন্তা করছি না। এখন একটাই ফোকাস বাংলাদেশ ক্রিকেট, এটাকে সার্ভিস দেয়া।
এ সময় আরেকটি প্রশ্নে জবাব দিতে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটের ডেভলপমেন্টের প্রেমে পড়ে গিয়েছি। হয়তো শট টার্মের জন্য এসেছিলাম, শর্ট টার্মটাই প্ল্যান ছিল। কিন্তু ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, সাফল্যগুলো যখন দেখতে পেলাম, সেই লোভটা আমি ছাড়তে পারিনি। সেই লক্ষ্যেই আমি রয়ে গেছি, আমার দেশকে আরও সার্ভ করার জন্য।বাংলাদেশ ভ্রমণ
৫ জন বাদ বাকিরা বোর্ডে নতুন, তাদেরকে সাথে নিয়ে কাজ করার বিষয়টি কীভাবে দেখা হচ্ছে প্রশ্নে তিনি বলেছেন, এটা চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসেছে যোগ্যতা দিয়ে। আমরা শিখতে শিখতে আগাবো।
বোর্ডকে সহায়তা করতে দেশের ক্রিকেটের সকল স্টেকহোল্ডারকে আহ্বান জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আমিনুল ইসলাম বুলবুল। তার ভাষ্য, যারা বোর্ডে আসতে পারেননি, তাদের কাছে গিয়ে বলবেন একসাথে কাজ করতে।
বিসিবির সাবেক প্রেসিডেন্ট ও নবগঠিত বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ বললেন, ছোটখাটো বিষয়গুলো বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সবার লক্ষ্য হওয়া উচিত।