শিরোনাম
◈ স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাইছে, হিন্দুরা বোকা নয়: মির্জা আব্বাস ◈ প্রবাসীরা বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি ◈ প্রতীক ছাড়াই এনসিপি ও বাংলা‌দেশ জাতীয় লীগ নিবন্ধন পে‌তে যা‌চ্ছে ◈ পাকিস্তান তালেবানে জ‌ড়া‌চ্ছে বাংলা‌দে‌শি তরুণরা, কিন্তু কীভাবে ◈ মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়: অনুপম খের ◈ যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ◈ এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়া‌ল মা‌দ্রিদের দাপ‌টে কাইরাত হার‌লো ৫ গো‌লে ◈ ‘আল্লাহ তুই দেহিস’: জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার ◈ সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার ◈ ঢাকার ১৫‌টি ক্লাব ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :  সা‌কিব আল হাসান কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। এবার দলটি সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম প্রকাশ করেছে। 

দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।

খাওয়াজা নাফে থেকে শুরু করে শোয়েব মালিক ও সাইদ আজমলরা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। মালিক ও নাফে খেলবেন হোয়াইটরক ওয়ারিয়র্সের হয়ে, আর স্পিন তারকা আজমলকে দলে নিয়েছে মিসিসাগা মাস্টার্স। ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার ১০ ওভারের এই টুর্নামেন্টটি। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

কানাডার পশ্চিম উপকূলে ইনডোর ফ্লাডলাইটের নিচে আন্তর্জাতিক তারকাদের খেলতে দেখা যাবে- যা দেশটির ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ৪২ বছর বয়সী মালিক এই টুর্নামেন্টের অন্যতম সেরা আকর্ষণ। তার অভিজ্ঞতার ঝুলিতে আছে ৫৫৭ ম্যাচে করা ১৩ হাজার ৫৭১ রান, যেখানে রয়েছে ৮৩টি হাফ সেঞ্চুরি।

তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। আজমল, পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত হন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না অনেকদিন। তবে তার বল হাতে নৈপুণ্য থেমে নেই। এই অফ–স্পিনার ৬৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন।

খেলেছেন পিএসএল, বিপিএল এবং বিগ ব্যাশ লিগে। তারকা ক্রিকেটারদের মধ্যে আরও আছেন কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজা। তাদের উপস্থিতি নিশ্চিতভাবে বাড়তি উন্মাদনা যোগ করবে এই টুর্নামেন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়