শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার কাছে ৬ উই‌কে‌টে হেরে এ‌শিয়া কাপ থে‌কে বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরু‌দ্ধে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী। বাকি কাজটা ছিল বোলারদের দুর্দান্ত কিছু করে দেখানোর। কিন্তু এক ক্যাচ মিসের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। শ্রীলঙ্কার কাছে ১৫ ওভারের মধ্যে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে লিটন দাসের দল।

শনিবার আবু ধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। জবাবে পাতুম নিসাঙ্কা ও কামিল মিশারার ঝড়ো ব্যাটিংয়ে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। -- অলআউট স্পোর্টস

‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নেট রানরেটের। বড় জয়ে ২.৫৯৫ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে শ্রীলঙ্কা। -০.৬৫০ রানরেট নিয়ে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা আফগানিস্তানের রানরেট ৪.৭০০।

আগামী মঙ্গলবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে লিটনের দলকে সেই ম্যাচে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে বৃহস্পতিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলের দিকেও।

লক্ষ্য তাড়ায় নামা লঙ্কানদের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে কুশল মেন্ডিসের (৩) দারুণ ক্যাচ নেন লিটন দাস। শরিফুল ইসলামের করা পঞ্চম ওভারে মিশারাকে ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল দল। কিন্তু মিড-অনে বাঁহাতি এই ব্যাটারের ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন শেখ মাহেদি হাসান।

সে সময় ৭ বলে ১ রানে ছিলেন মিশারা। জীবন পেয়ে শরিফুলের ওপর ঝড় তুলে সেই ওভার এক ছক্কা ও ২ চারে আরও ১৪ রান নেন তিনি। এরপরই বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন নিসাঙ্কা ও মিশারা।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে দুটি ফুলটস মিস করে শেষ বলে আউট হন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ওপেনারের অফস্টাম্প উপড়ে দেন নুয়ান তুশারা। টি-টুয়েন্টিতে ডানহাতি এই পেসারকে মোকাবেলা করা ৫ ইনিংসের মধ্যে ৩টিতেই আউট হয়েছেন তানজিদ।

পরের ওভারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমনও। প্রথম ওভারের মতো এই ওভারেও দলের খাতায় কোনো রান যোগ হয়নি।

পূর্ণ সদস্য দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়বারের মতো প্রথম দুই ওভার মেডেন হওয়ার ঘটনা এটি। এর আগে ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের প্রথম রান আসে ১৪তম বলে, ডিপ স্কোয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নেন লিটন। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৪ রানে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি তাওহিদ হৃদয়। পরের বলে দৌড়ে তিন রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন তিনি। ডিপ স্কোয়ার লেগ থেকে সরাসরি থ্রোতে বোলিং প্রান্তের স্টাম্প ভাঙেন কামিল মিশারা।

ষষ্ঠ ওভারে লিটন ১৪ রান নিলে পাওয়ারপ্লে শেষে দলের খাতায় যোগ হয় ৩ উইকেটে ৩০ রান। এক ওভার পরে ওয়াননিন্দু হাসারাঙ্গার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ব্যাটিং অর্ডারে আগে উঠে আসা শেখ মাহেদি হাসান (৯)।

দশম ওভারে জীবন পান জাকেরও। হাসারাঙ্গার করা ওভারের তৃতীয় বলটি স্টাম্পে লাগলে বাতি জ্বলে ওঠে, কিন্তু বেল না পড়ায় বেঁচে যান ডানহাতি এই ব্যাটার। এক বল পরেই সাজঘরের পথ দেখেন ২৮ রান করা লিটন। রিভার্স সুইপ করতে গিয়ে বল তার গ্লাভসে লেগে উইকেটকিপারের কাছে যায়। ১০ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৪ রান।

দুই ওভার পর দুই রান নিতে গিয়ে অসাধারণ এক ডাইভে নিজের উইকেট বাঁচান শামীম। নিয়মিত বাউন্ডারি না এলেও দৌড়ে রান নিয়ে রানের খাতা সচল রাখেন শামীম ও জাকের। মাতিশা পাথিরানার করা ১৯তম ওভারে ইনিংস সর্বোচ্চ ১৮ রান নেন তারা।

জাকের ৩৪ বলে ৪১ এবং শামীম সমান বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই বিপর্যয় সামাল দেন শামীম-জাকের। শেষ ৪ ওভারে এই দুই ব্যাটার দলের খাতায় যোগ করেন ৩৯ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়