শিরোনাম
◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ চান না পহেলগাঁও জঙ্গিহানায় মৃতের বাবা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চর্চা চলছেই। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই এই ম্যাচের পক্ষে নয়। কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচটা হবেই। 

এবার এই ম্যাচের বিরুদ্ধে পহেলগাঁও জঙ্গিহানায় মৃত শুভম দিবেদীর বাবা সঞ্জয় দিবেদী। জানিয়ে দেন, তিনি চান না এই ম্যাচ হোক। কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের আর্জি জানান। জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল ভারত সরকার। ক্রীড়াক্ষেত্রেও সম্পর্কচ্যুত করার আশ্বাস দেওয়া হয়েছিল। সেটা মনে করিয়ে দিলেন জঙ্গিহানার মৃতের বাবা। --- আজকাল

সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দিবেদী বলেন, '২২ এপ্রিল ২০২৫ এ আমাদের দেশের ২৬ জন নির্দোষ পর্যটককে মেরে ফেলে পাকিস্তান। 

ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানাই। মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
 
কয়েকদিন আগেই এই প্রসঙ্গে মন্তব্য করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানান, মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে কেন্দ্রীয় সরকার তাঁদের কোনও দেশের বিরুদ্ধে না খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেনি। পাহেলগাঁও জঙ্গিহানার পর একাধিক প্রাক্তন ক্রিকেটার জানান, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। এই তালিকায় ছিলেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগরা। 

লেজেন্ডস ক্রিকেট লিগে গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল বয়কট করে ভারতের কিংবদন্তিদের দল। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে হরভজন সিং, মনোজ তিওয়ারিরা। কিন্তু বোর্ড সচিব জানিয়ে দেন, ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়