শিরোনাম
◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ধারাভাষ‌্যকার হার্শা ভোগ‌লের কা‌ছে শ্রীলঙ্কা ফেভারিট, বাংলাদেশকেও পি‌ছি‌য়ে রাখ‌ছেন না

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের দ্বিতীয় ম‌্যাচ হ‌লেও এশিয়া কাপে শ্রীলঙ্কা খেল‌বে প্রথম ম‌্যাচ। আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের লড়াই নিয়ে আলোচনা হয় বেশ। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা দিয়ে থাকেন নিজের মতামত। এই যেমন ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আশা করছেন দারুণ লড়াইয়ের। সেই সাথে শ্রীলঙ্কাকে একটু এগিয়েই রাখছেন তিনি।

ক্রিকবাজে ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে হার্শা বলেন, ‘এখানে সত্যিই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি মনে করি শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করবে, কিন্তু আমি মনে করি এটা একটা সত্যিই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।

বাংলাদেশকে ভালো করার টোটকা দিয়েছেন হার্শা। ব্যাটিং অর্ডারে যেকোনো একজনকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন তিনি। তবে তাওহীদ হৃদয়কে নিয়ে একটু চিন্তিত এই ধারাভাষ্যকার।

বাংলাদেশের ব্যাটিংয়ে অন্য কাউকে উঠে দাঁড়াতে হবে। সুতরাং, বাংলাদেশ থেকে আপনার পছন্দের কাউকে বেছে নিন। ইমন? হয়তো ইমন, তাওহীদ হৃদয়... তাওহীদ হৃদয়ই সেই ব্যক্তি যে দলে জায়গা পেয়েছে... এবং ও কীভাবে জিততে হয় সে সম্পর্কে নিজের ধারণা বদলাচ্ছে, কিন্তু সেটা আমার ব্যক্তিগত চিন্তার কারণ।’- বলেন হার্শা

বাংলাদেশের পেস অ্যাটাক অন্যতম সেরা। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তো আছেনই সেই সাথে শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিনরা যুগিয়েছেন বাড়তি শক্তি।

হার্শা বলেন, ‘যেকোনো দল, উপমহাদেশীয় হোক বা যাই হোক, যখন পেস বোলিং শক্তি বাড়ে, তারা আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। এবং আমি মনে করি তাসকিন, মুস্তাফিজুর এবং তানজিমকে নিয়ে, তারা অনেক ভালো খেলতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়