স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান গামিনি ডি সিলভা দীর্ঘদিন ধরে মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন। স্লো উইকেট নিয়ে সমালোচনা হলেও তাকে কেউ সরাতে সাহসও করেনি। তবে দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সরিয়ে দেওয়া হলো এই কিউরেটরকে।
জানা গেছে, শ্রীলঙ্কান এই কিউরেটরকে বদলি করা হয়েছে রাজশাহীতে। সেখানে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যোগ দেয়ার কথা রয়েছে তার।
২০১০ সাল থেকে বিসিবিতে প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার গামিনী ডি সিলভা। লম্বা সময় ধরে বাজে উইকেট বানিয়ে একের পর এক সমালাচনার জন্ম দিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে খোদ ক্রিকেটাররাও এই উইকেট নিয়ে সমালোচনা করেছেন।
সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এমন উইকেট নিয়ে বিপাকে পড়েন গামিনী। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ-অধিনায়ক সরাসরি প্রশ্ন তুলেছেন মিরপুরের উইকেট নিয়ে। এরপরই মূলত নড়েচড়ে বসে বিসিবি।
ক’দিন আগে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। দেশে পা রাখার পর থেকেই মিরপুরের উইকেট নিয়ে কাজ করছেন তিনি। গামিনী না থাকায় এখন থেকে হয়তো মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করবেন টনি।