স্পোর্টস ডেস্ক : নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপের আসর। এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে অংশ নিয়েছে মোট আট দল। এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দল শ্রীলঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬বার শিরোপা জিতেছে লঙ্কানরা। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে তারা, ১৪ বার।
চলতি আসরেও অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে লঙ্কানদের। সাম্প্রতিক সময়ে দারুণ খেলছেন পাথুম নিশাঙ্কা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। তবে শ্রীলঙ্কাকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বাসিত আলী। তবে এতে লঙ্কান ভক্তরা চাইলে খুশি হতেই পারে। এশিয়া কাপের নাম পরিবর্তন করে ‘শ্রীলঙ্কা কাপ’ রাখার দাবি তুলেছেন তিনি। -- ডেইলি ক্রিকেট
বাসিত আলী, ‘এশিয়া কাপের নাম পরিবর্তন করে 'শ্রীলঙ্কা কাপ' রাখা উচিত। তারা ১৪ বার ফাইনাল খেলেছে। ফাইনালে তো পৌঁছায়, তাই না? সোজা কথা, এশিয়া কাপের জায়গায় শ্রীলঙ্কা কাপ।’
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।