শিরোনাম
◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয়ে ‌সৌ‌দি প্রো লি‌গ শুরু আল-নাসেরের 

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজের পুরোনো ছন্দ ধরে রেখেছেন। পর্তুগিজ এই মহাতারকার গোলে এবং তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয়ে লিগ শুরু করেছে আল-নাসের।

শুক্রবার জেদ্দায় নিজেদের প্রথম ম্যাচে আল-তাউনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রোনালদোর দল। আল-নাসেরের হয়ে আরেকটি গোল করেন বায়ার্ন মিউনিখ ছেড়ে ক্লাবটিতে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমান। -- অলআউট স্পোর্টস

চেলসি ছেড়ে আল-নাসেরে যোগ দেওয়ার পর সৌদি সুপার কাপে নিজের প্রথম দুই ম্যাচে আলো ছড়িয়েছিলেন ফেলিক্স। 

এবার সৌদি প্রো লিগ অভিষেকে জ্বলে উঠলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সপ্তম মিনিটে দলের প্রথম গোলটি আসে তার পা থেকে। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি।

বিরতির পর ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এই গোল করে অনন্য এক কীর্তি গড়েন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুম গোল করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে ছুটে চলা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ৯৪০টি।

পরের মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কোমান। 

এরপরের গল্পটা শুধুই ফেলিক্সের। ৩৭তম মিনিটে সাদিও মানের কাছ থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে জালে জড়ান ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে নাটকীয়ভাবে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 

রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলের জন্য শট নেন ফেলিক্স। কিন্তু প্রতিপক্ষের একজন জাল স্পর্শ করার আগেই তা ফিরিয়ে দেন। কিন্তু বলটি তার আগেই গোললাইন অতিক্রম করায় রেফারি সেটিকে গোল হিসেবে ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়