নিজস্ব প্রতিবেদক : শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আজ ভুচানের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই বাংলাদেশ নারী দলের সামনে। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ৩টায়।
বুধবার (২৭ আগস্ট) ফিরতি লেগের প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশের সেনারা।
বৃহস্পতিবার হয়নি কোনো অনুশীলন। পূর্ণ বিশ্রামে দিন কাটিয়েছেন ফুটবলাররা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা।
এর আগে, প্রথম লেগে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল লাল সবুজের দেশ। যদিও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার শিরোপা স্বপ্ন কঠিন করে তোলে লাল-সবুজ প্রতিনিধিদের। এবার ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।