ম্পোর্টস ডেস্ক : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য রেহেনা আক্তার।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী রেহেনা লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। হলটির বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। একই পদে শামসুন নাহার হল সংসদে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার লিমা। --- চ্যানেল২৪
রেহেনা বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হলেও, তিনি পরিচিতি পান অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলে খেলে। বয়সভিত্তিক জাতীয় দলটির হয়ে ঘরের মাঠে ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তরুণী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে রেহেনা আক্তার গণমাধ্যমকে জানান, ‘খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।’
রেহেনার এই জয়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারও বোঝাপড়া হয়ে থাকতে পারে। তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী।