শিরোনাম
◈ ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ◈ ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ ◈ সাকিব আল হাসান আবারও বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ◈ যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ ◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ

ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং  ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন পুনর্বিন্যাসের শুনানি চলাকালে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহসহ অন্যদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিইসির পদত্যাগসহ বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিচার দাবি করা হয়েছে। এদিকে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এনসিপি নেতা আতাউল্লাহর বিচার দাবি করেছেন।

রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন. শুনানিকালে এনসিপি নেতা মো. আতাউল্লাহ যখন তার যুক্তি উপস্থাপন করতে যান তখন বিএনপি নেত্রী রুমিন ফারহানা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টেজ দখল করে নেন এবং তার সমর্থকরা তাকেসহ অন্যদের ওপর হামালা চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ থেকে তার বিচার দাবি করেন। একই সময় তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারেরও পদত্যাগ দাবি করেন। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদর উপজেলার যুগ্ম সমন্বয়ক সাহিল আহমেদ, কসবা উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন বাতেন, আশুগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. ডালিম ও যুগ্ম সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস,নবীনগর উপজেলা সমন্বয়ক আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সম্ভাব্য প্রার্থী গাজী নিয়াজুল করিম প্রমুখ।

এদিকে শুনানিকালে এনসিপি নেতা মো. আতাউল্লাহর বিরুদ্ধে বিএনপি নেত্রী রুমিন ফারহানার ওপর হামলার অভিযোগ করে রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর প্রথম গেইটে মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদসহ এনসিপি নেতা আতাউল্লাহর বিচার দাবি করেছেন রুমিন ফারহানার সমর্থকরা।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসন থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করলে বিজয়নগর উপজেলাবাসীর মাঝে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। এর প্রতিবাদে বিজয়নগরবাসী মহাসড়ক অবরোধ করে অখণ্ড বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে রাখার দাবি জানিয়ে আসছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়