শিরোনাম
◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক ◈ রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির ◈ যৌ.নকর্মীর চরিত্রে অভিনয় আমাকে মননশীল করেছে: রুনা খান ◈ ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল তারিখ ◈ শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন থানার টিলার চর থেকে দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গী পর্যন্ত একমাত্র সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে বর্তমানে ব্রিজটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে চলাচল করছেন।

টিলার চর ও দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গীর মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা এই ব্রিজ। শিক্ষার্থী, শ্রমজীবী, বয়স্ক মুরুব্বি থেকে শুরু করে সাধারণ পথচারী— সবার জন্যই এটি অপরিহার্য। কিন্তু ব্রিজটির কাঠামো নড়বড়ে হয়ে পড়ায় যাতায়াতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এরই মধ্যে কয়েকজন শিশু ও বৃদ্ধ পড়ে গিয়ে আহত হয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও শঙ্কা বোধ করছেন।

সম্প্রতি ভাঙা ব্রিজ পার হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী ও বৃদ্ধ আহত হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

কিশোর আলো যুব সংগঠনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। অথচ একটি ভাঙা ব্রিজের কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হোক।”

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়