শিরোনাম
◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক ◈ রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির ◈ যৌ.নকর্মীর চরিত্রে অভিনয় আমাকে মননশীল করেছে: রুনা খান ◈ ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল তারিখ ◈ শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৯ রানে অলআউট মে‌য়েরা, ম‌্যাচ জিত‌লো ছে‌লেরা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও অনূর্ধ্ব-১৫ বালক মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওমেন্স চ্যালেঞ্জ কাপে লাল ও সাদা দলে ভাগ হয়ে খেলছে জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে দুই দলকেই হারিয়েছিল অনূর্ধ্ব-১৫ যুবারা। রোববার আবারও লাল দলকে হারালো তারা। -- ডেই‌লি ক্রিকেট

বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৫ যুবাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী লাল দল। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট ও ২২৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৫ বালক দল।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নারী লাল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারে ইশমা তানজিমের উইকেট হারায় লাল দল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ২৭ রান তোলেন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। 

এরপরই ধ্বস নামে লাল দলের ব্যাটিংয়ে। আর ১৮ রান যোগ করতেই অলআউট হয়ে যান তারা। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে করেছেন ১ রান। লাল দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া অমিত দুটি ও মাহিন হোসাইন আলিফ একটি উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৪ রান তোলে যুবারা। তবে এরপর একটু বিপদে পড়ে তারা। ব্যক্তিগত ১৬ রানে ওম ফেরার পর শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ফাহিমও। এরপর আর কোনো উইকেট হারায়নি অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটাররা। তুলে নিয়েছে আরও একটি বড় জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়