শিরোনাম
◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক ◈ রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির ◈ যৌ.নকর্মীর চরিত্রে অভিনয় আমাকে মননশীল করেছে: রুনা খান ◈ ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল তারিখ ◈ শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান‌ডে ক্রিকে‌টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪৩১ রান, সর্বোচ্চ সংগ্রহ ইংল‌্যা‌ন্ডের ৪৯৮ 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে প্রথম চারশো রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর আরও একবার চারশোর্ধ্ব রান করলেও আজ (রবিবার) ম্যাকাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩১ রান অজিদের কাছে বিশেষ। কারণ মাত্র দুই উইকেট হারিয়ে এই রান করেছে স্বাগতিকরা। আর তাতেই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা দশে ঢুকে গেছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুইশোর আগেই অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। 

সেই দর রোববার করলো চারশোর ওপরে রান। অজিদের হয়ে প্রথম তিন ব্যাটার করেছেন সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম তিন ব্যাটারের সেঞ্চুরির পঞ্চম রেকর্ড এটি। দল হিসেবে দক্ষিণ আফ্রিকাই এই কীর্তি গড়েছে তিনবার। 

এদিন ট্রাভিস হেডের ব্যাট থেকে এসেছে ১০৩ বলে ১৪২ রান। আরেক ওপেনার মিচেল মার্শ খেলেছেন ১০৬ বলে ১০০ রানের ইনিংস। তিনে নামা ক্যামেরন গ্রিন ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। মাত্র ৫৫ বলে অপরাজিত ১১৮ রান করেছেন এই অজি ক্রিকেটার। ৪৭ বলে এদিন সেঞ্চুরি পূর্ণ করেন গ্রিন। 

এটি গ্রিনের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ৪০ বলে সেঞ্চুরি করে গ্লেন ম্যাক্সওয়েল আছেন সবার ওপরে।

তবে ৪৩১ রান করার পরেও এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা পাঁচেও নেই অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করে প্রথমে ইংল্যান্ড। পরের দুটিতেও ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করার পর পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করেছিল ইংল্যান্ড। 

তালিকার চারে থাকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের বিপক্ষে ২০০৬ সালে করেছিল ৪৪৩ রান। ৫ নম্বরে থাকা থাকা দক্ষিণ আফ্রিকা ২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে করেছিল ৪৩৮ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়