শিরোনাম
◈ ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ◈ ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ ◈ সাকিব আল হাসান আবারও বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ◈ যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ ◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্জিনাকে রোনাল‌দোর পরিয়ে দেওয়া আংটির মূল‌্য ২৪ কো‌টি টাকা

স্পোর্টস ডেস্ক :  পর্তুগিজ ফুটবল তারকা এবং বিশ্বের অন্যতম ক্রীড়া আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

জর্জিনার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে তেমনই জানা যায়। জর্জিনা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর দেওয়া হিরের আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন।

আর্জেন্টাইন-স্প্যানিশ এই মডেল পোস্টে সেই ছবি দিয়ে পোস্টে লিখেছেন একটা কথাই, যাতে শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। পোস্টে তিনি উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’।

এবার রোনাল্ডোর সেই আংটি নিয়ে বেরিয়ে এল নতুন খবর। সেই সঙ্গে তৈরি হল বিতর্কও। প্রকাশ্যে এল রোনাল্ডো ভুল আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জর্জিনাকে।

একটি সংবাদ মাধ্যমকে জুয়েলারি বিশেষজ্ঞ গার্সিয়া স্যানচেজ বলেছেন, ''বাগদানের জন্য এই আংটি মোটেও উপযুক্ত নয়। অত্যন্ত ভারী। ৪০ ক্যারেটের কাছাকাছি এর ওজন। এত ওজনদার জিনিস সারাদিন পরে থাকা সম্ভব নয়। কোনও অনুষ্ঠানে বা বিশেষ কোনও উৎসবে তা পরা হয়। এটা ভালবাসার প্রতীক নয়। বাগদানের জন্য এই আংটি একেবারেই ঠিক নয়।

রোনাল্ডো তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে যে আংটি দিয়েছেন তার মূল্য শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। অবশ্য, সিআর সেভেন যা আয় করেন তার কাছে এই আংটির মূল্য কিছুই নয়। জানা যাচ্ছে, অত্যন্ত উচ্চমানের এবং বিরল আকারের এই হীরের আংটির বর্তমান বাজারমূল্য ২০ লাখ থেকে ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে। বাংলা‌দে‌শি মুদ্রায় যার মূল্য প্রায় ২৪ কোটি থেকে ৫০ কোটি টাকা বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা। 

লরেল ডায়মন্ডসের লরা টেলরের মতে, ওই আংটির ন্যূনতম মূল্য ২০ লাখ ডলার তো হবেই। আবার, রেয়ার ক্যারাটের সিইও অজয় আনন্দ জানাচ্ছেন, ওই আংটির মূল্য সর্বোচ্চ ৫০ লাখ ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জর্জিনা ইনস্টাগ্রামে তাঁর আংটি পরা হাতের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, আর বাকি সব জীবনেও’। পোস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও ট্যাগ করেছেন তিনি। তাঁর এই পোস্টের পরে শোরগোল পরে গিয়েছে গোটা ফুটবল বিশ্বে। রোনাল্ডো ভক্তরা রীতিমত উত্তেজিত এই পোস্টের পরে। উল্লেখ্য, রোনাল্ডো ও জর্জিনার সম্পর্ক শুরু হয় ২০১৬ সালে। 

সিআর সেভেন সেই সময়ে রিয়াল মাদ্রিদে। অন্যদিকে, জর্জিনা মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করছিলেন। তবে ২০১৭ সালে জুরিখে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে’ একসঙ্গে হাজির হয়ে তারা প্রথমবারের মতো সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

রোনাল্ডো জর্জিনাকে কবে বিয়ে করবেন, তা এখনও স্থির নয়। রোনাল্ডো এখন আল নাসেরের হয়ে খেলতে ব্যস্ত। সৌদি সুপার কাপের ফাইনালে পর্তুগিজ মহাতারকার ক্লাব। ৪০ বছরেও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। প্রি-সিজন ফ্রেন্ডলিতে হ্যাটট্রিক করেছেন।

সামনের বছর বিশ্বকাপ, তার আগে ফিটনেসের দিকে নজর দিয়ে বিশ্বকাপে নামাটাই মূল লক্ষ্য তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়