শিরোনাম
◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের ◈ দরকষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি ◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস ◈ নির্বাচন নিয়ে ছাত্র রাজনীতি সরগরম, প্রচারে ছাত্রদল অনেকটা পিছিয়ে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা

স্পোর্টস ডেস্ক : নেইমারকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় শাস্তির মুখে পড়ল ব্রাজিলের সেরি ‘বি’ ক্লাব ক্লুব দি রেগাতাস ব্রাজিল (সিআরবি)। দেশটির সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্লাবটিকে ৬০ হাজার রিয়াল (বাংলাদেশি প্রায় ১১ লাখ টাকা) জরিমানা করেছে।

মে মাসে কোপা দো ব্রাজিলের ম্যাচে সান্তোসের বিপক্ষে খেলতে নেমেছিল সিআরবি। আলাগোয়াসের রেই পেলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় নেইমারকে লক্ষ্য করে গ্যালারি থেকে এমন স্লোগান দেন। শুধু তাই নয়, মাঠে এমন বার্তা বহনকারী একটি ব্যানারও প্রদর্শিত হয়।

এই ঘটনার তদন্ত শেষে আদালত জানায়, নেইমারকে উদ্দেশ্য করে দেয়া এই স্লোগান ও প্রদর্শিত বার্তা সরাসরি বিদ্বেষমূলক আচরণ, যা আইন অনুযায়ী বর্ণবিদ্বেষী কর্মকাণ্ডের সমতুল্য। ব্রাজিলে এমন আচরণের বিরুদ্ধে কড়া আইন রয়েছে।

তাই দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেই বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সিআরবিকে। ওই ম্যাচে প্রতিপক্ষ দল সান্তোসও শাস্তি এড়াতে পারেনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে পৌঁছানোয় তাদের ওপর ৩ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ক্লাবকেই দায় নিতে হবে। তবে এই রায় প্রথম ধাপের শাস্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। চাইলে ক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে অনুষ্ঠিত ওই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেইমারের সান্তোস। ম্যাচটিতে বদলি হিসেবে শেষ ৩০ মিনিট মাঠে নেমেছিলেন নেইমার। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়