শিরোনাম
◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের ◈ দরকষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি ◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস ◈ নির্বাচন নিয়ে ছাত্র রাজনীতি সরগরম, প্রচারে ছাত্রদল অনেকটা পিছিয়ে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকে‌টে তিন ফর‌মে‌টে ভারতীয় দ‌লে একজন অ‌ধিনায়‌কের কথা ভাব‌ছেন কোচ গম্ভীর

স্পোর্টস ডেস্ক : ভারতের কোচ হওয়ার পর থেকেই একের পর এক সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন গৌতম গম্ভীর। এবার আরও একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন দেশটির সাবেক এ ক্রিকেটার। 

গম্ভীর কোচ হয়ে আসার পর লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীচন্দ্রন অশ্বিন। অনেকেই মনে করেন, গম্ভীরের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে এই তিন তারকা ক্রিকেটারের অবসর।

টি-টোয়েন্টি ফরম্যাটকেও বিদায় বলে দিয়েছেন রোহিত-বিরাট। ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন শুবমান গিল। আর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূযূকুমার যাদব। তবে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, গম্ভীর চান ভারতের তিন ফরম্যাটে থাকুক একজন অধিনায়ক।

প্রতিবেদন অনুযায়ী, রোহিত শিগগিরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ শেষে ওয়ানডেকে বিদায় বলে দিত পারেন ডানহাতি এ ব্যাটার। তখন গিলকে তিন ফরম্যাটের দায়িত্ব দিতে চায় বিসিসিআই। 

ফলে সূর্যকুমার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে পারেন। তবে এশিয়া কাপে সূর্যর ওপরেই ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি দলে গিলের জায়গা নিশ্চিত নয়। যদি তাকে ভবিষ্যত অধিনায়ক হিসেবে ভাবা হয়, তাহলে তাকে এশিয়া কাপের দলে রাখা হতে পারে। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, গম্ভীর একটি "একক সংস্কৃতি" গড়ে তুলতে চান, যেখানে তিন ফরম্যাটে একজন অধিনায়ক থাকবে। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে তাল মেলাতে ভারতের টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে হবে।

গম্ভীর চান, ছোট ফরম্যাটের জন্য গড়ে তোলা হোক বিশেষজ্ঞ ক্রিকেটারদের দল। তাদের প্রধান দায়িত্ব হবে শুধু টি-টোয়েন্টি খেলা। 

তবে কিছু খেলোয়াড় থাকবেন, যারা তিন ফরম্যাটেই খেলতে পারবেন। তিনি আলাদা করে কোনও 'ফিনিশার' রাখতে চান না। বরং, খেলোয়াড়ের দক্ষতা অনুযায়ী ব্যাটিং পজিশন ও ভূমিকা নির্ধারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়