শিরোনাম
◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা ◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক ◈ বিদেশি ক্রেতার আকর্ষণ কমায় পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম ◈ ইতিহাস গড়লেন রেহানা পারভীন: বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ লাভ ◈ ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে, কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হ‌কি এশিয়া কাপে পাকিস্তান ভারতে না যাওয়ায় সুযোগ পেলো বাংলাদেশ ◈ বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ ◈ সমস্যার অপর নাম কুমিল্লা রেলওয়ে স্টেশন, সমাধানের আশ্বাস আছে, কিন্তু পদক্ষপে নেই! ◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর ১০ জেলে উদ্ধার ◈ ভা‌স্কো দা গামার কা‌ছে সা‌ন্তোস ৬ গোল খাওয়ায় কোচ বরখাস্ত, নেইমার বললেন, আমি লজ্জিত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভা‌স্কো দা গামার কা‌ছে সা‌ন্তোস ৬ গোল খাওয়ায় কোচ বরখাস্ত, নেইমার বললেন, আমি লজ্জিত

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জি‌লিয়ান নেইমার জু‌নিয়র ক্যারিয়ারে সবচেয়ে বাজে হারের সম্মুখীন হলেন। ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হারলো সান্তোস। এমন হারে কান্নায় মাটিতে লুটিয়ে পরেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে জানালেন, তিনি লজ্জিত। এদিকে ম্যাচ হারের কারণে সান্তোস কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ফুটবল জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন নেইমার জুনিয়র। অসাধারণ গোল, ঝলমলে কীর্তি আর দারুণ সব শিরোপা জয়ের স্মৃতি তাকে গরে তুলেছিলো আধুনিক ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যেখানে থাকে আলো সেখানেই যেন বাসা বাঁধে অন্ধকার কালো।

নেইমারের স্মৃতির পাতায় কতই না সুখের গল্প। তবে এবার এমন ভাবে হারের মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান, যেটি থেকে বের হওয়াটা খুব একটা সহজ হবে না তার জন্য। 

নেইমার ও তাঁর দল সান্তোস মুখোমুখি হয়েছে ভয়ংকর এক অভিজ্ঞতার। অবিশ্বাস্যভাবে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে তারা। যা কিনা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার।

নেইমার জুনিয়র বলেন, আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে।

ব্রাজিলিয়ান সিরি আর এই ম্যাচে কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সান্তোস। ম্যাচের প্রথমার্ধে অবশ্য ১ গোল হজম করে তারা। বিরতির পর আরও ৫ গোলের ফলে হার নিয়েই মাঠ ছাড়ে নেইমাররা। এমন জয়ে রেলিগেশন থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়