হেবা দলিল মুসলিম পারিবারিক আইনে একটি স্বীকৃত দান প্রক্রিয়া, যেখানে কোন প্রকার অর্থ বা বিনিময় ছাড়াই সম্পত্তি হস্তান্তর করতে হয়। কিন্তু শর্ত ভঙ্গ হলে আইনগতভাবে সেই দলিল বাতিল হয়ে যেতে পারে।
হেবা দলিলের প্রধান তিনটি শর্ত রয়েছে হেবা ঘোষণা, হেবা গ্রহণ এবং সম্পত্তির দখল হস্তান্তর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পত্তি হস্তান্তর। যদি দানকারী ব্যক্তি (হেবাদাতা) দানকৃত সম্পত্তি গ্রহীতার (হেবা গ্রহীতা) কাছে বাস্তবে হস্তান্তর না করেন, তবে হেবা দলিল বাতিলের ঝুঁকি থাকে।
উদাহরণ হিসেবে, সম্প্রতি এক বোন তার প্রবাসী স্বামীর পাঠানো অর্থ দিয়ে বড় ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কিনেছিলেন। সরকারি ফি বাঁচাতে তারা সাবকলা দলিলের পরিবর্তে হেবা দলিল করে নেন। কিন্তু লেনদেনের মাধ্যমে ক্রয় হওয়ায় এটি হেবার মূল শর্ত “বিনিময়বিহীন দান” লঙ্ঘন করেছে। পরবর্তীতে ভাই সম্পত্তির দখল হস্তান্তর না করায় এবং আদালতে বাতিলের আবেদন করলে সেই দলিল বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞের মতে, হেবা দলিলের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন বা শর্ত থাকা যাবে না। যদি সম্পত্তি অর্থের বিনিময়ে নেওয়া হয়, তবে অবশ্যই সাবকলা দলিল করতে হবে। অন্যথায় দানকারী যেকোনো সময় আদালতের মাধ্যমে হেবা দলিল বাতিল করতে পারেন, যার ফলে অর্থও হারাতে হবে এবং সম্পত্তিও পাওয়া যাবে না।
হেবা করার সময় শতভাগ শর্ত মেনে এবং প্রয়োজনীয় দখল হস্তান্তর নিশ্চিত করেই দলিল সম্পন্ন করতে হবে, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা বা ক্ষতির সম্মুখীন না হতে হয়।